রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্কুলের ছাত্রীরা চোখের সামনে দেখতে পেল মহাবিশ্ব। দাসপুর-২ ব্লকের পলাশপাই ভগবতী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয়ে অনুষ্ঠিত মহাবিশ্বের রহস্য সংক্রান্ত স্লাইড শোতে দারুণ আনন্দ করল ছাত্রীরা। প্রোজেক্টারের সাহায্যে স্কুলের ছোটছোট ছাত্রীদের কাছে মহাবিশ্বের উৎপত্তি, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উপগ্রহ, নীহারিকা ও গ্রহাণুদের উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য তুলে পড়ুয়াদের আগ্রহ বাড়ালেন সীতাপুর আয়নোস্ফেরিক অ্যান্ড আর্থ কোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরির ভাইস চেয়ারম্যান তথা শিক্ষক সুব্রতকুমার বুড়াই। এছাড়াও ভারতের নানান অবজারভেটরি দেখানো হয়। বিভিন্ন উপগ্রহ, তাদের কার্যকারিতা, বিশ্বের ও ভারতের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানীদের ছবি ও তাদের কাজ সম্বন্ধে তিনি বলেন। অনুষ্ঠানে ছাত্রী সহ শিক্ষিকা, শিক্ষক, পরিচালন সমিতির সমস্ত সদস্য ও উৎসব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের দেখানো হল মহাবিশ্বের ছবি
Published on: December 29, 2025 । 7:28 PM







