তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল শহরে হনুমানের কামড়ে গুরুতর জখম হল এক বালক। আহত বালকের নাম রাজদীপ মান্না। সে ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে রাজদীপ বাড়ির সামনে খেলছিল। সেই সময় আচমকাই একটি হনুমান তাকে আক্রমণ করে। চোখের পলকে বালকের হাতে ও পায়ে কামড় বসায় হনুমানটি। রক্তাক্ত অবস্থায় রাজদীপ মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে এসে কোনও রকমে হনুমানটিকে তাড়ান। স্থানীয় শিক্ষক জগদীশ শাসমল জানান, হনুমানটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় মানুষকে কামড়ে মাংস খুবলে নিচ্ছে। রাজদীপের আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরেই এলাকায় হনুমানের তাণ্ডব বেড়েছে। পথচলতি মানুষ থেকে শুরু করে দোকানদার—কেউই নিরাপদ নন। ইতিমধ্যেই অন্তত সাত জন ওই হনুমানের আক্রমণে জখম হয়েছেন বলে দাবি এলাকাবাসীর। আতঙ্কে অনেকেই শিশুদের একা বাইরে বেরোতে দিচ্ছেন না। ঘটনার কথা বনদপ্তরকে জানানো হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার ওই হনুমানটিকে ধরার জন্য বনকর্মীদের একটি দল পাঠানো হবে। এলাকাবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।
হনুমানের তাণ্ডবে জখম ছাত্র



