এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাস দুর্ঘটনা: গুরুতর জখম চালক

Published on: January 18, 2026 । 9:04 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: বেপরোয়া গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেলেন পাঁশকুড়া-ঘাটাল রুটের একটি বাসের প্রায় ৪০ জন যাত্রী। আজ ১৮ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় মেচোগ্রাম থেকে ঘাটালের মাংরুলের অভিমুখে যাওয়ার পথে বাঁশতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বয়ান অনুযায়ী, চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। প্রথমে বাসটি একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে এবং পরক্ষণেই রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আছড়ে পড়ে।
পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করা হয়। এই ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জানলার কাঁচ ও সিটের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী সামান্য চোট পান। তবে চালকের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা গিয়েছে। ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ জানিয়েছেন, চালককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পীতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে বাঁশতলা এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই রুটে অনেক বাসই বেপরোয়া গতিতে যাতায়াত করে, যার ফলে প্রায়শই ছোটখাটো বিপত্তি ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/