এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিঘার পর বিঘা পাকা ধান পুড়ে ছাই! ধান সহ জমিতে আগুন দাসপুরে

Published on: December 22, 2018 । 9:06 AM

দাসপুর থানার খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের অধীন কাশীনাথপুরে প্রায় ১৫ বিঘা জমির ধান জমিতেই পুড়ে ছাই হল! গতকাল বিকেলের দিকে বিশ্বজিত বেরা,শঙ্কর মাইতি,মধু মাইতি,নারায়ণ মেট্যার মত প্রায় ১২ থেকে ১৪ জন কৃষকের জমিতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মুকুন্দ ভুঁইঞা জানান,২১ তারিখ বিকেলে হঠাৎ কাশীনাথপুর গ্রামের বেশ কয়েকবিঘা জমিতে পাকা ধান গাছে আগুন ধরেযায়। এর ফলে প্রায় ১৫ থেকে ২০ বিঘা জমির পাকা ধান পুড়েযায়। ঠিক কীভাবে এই জমিগুলিতে আগুন লাগল তার সঠিক কারণ কেউ জানাতে না পারলেও এলাকাবাসীর ধারণা নষ্ট খড়ে যে আগুন লাগানো হয় তা থেকেই এই অগ্নিকান্ড।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭