এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গোয়াল ঘরে আগুন, পুড়ে মারা গেল গরু

Published on: March 19, 2019 । 7:41 PM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়: ঘাটাল থানার রত্নেশ্বরবাটি গ্রামে রান্নাঘরে ও গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে মারা গেল এক গরু।    ১৮ মার্চ সোমবার রাতে ঘাটালের রত্নেশ্বরবাটী গ্রামে সত্য মান্নার   রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন লাগে। সত্যবাবুর বসতবাড়ি থেকে কিছুটা দূরে রান্নাঘর ও গোয়াল ঘরের চালা ছিল। রাত্রি ১২ টার সময় হঠাৎ করে আগুন দেখে চমকে ওঠে পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যেতে রান্নার পর উনুনে আগুন থেকে যায় আর সেই আগুন থেকেই এই ঘোরতর বিপত্তি। রান্নাঘর ও গোয়াল ঘরের ছাউনি ছিল খড়ের তাই ঘরে থাকা সমস্ত আসবাব ও বাসনপত্র এবং গোয়াল ঘরে থাকা গরুটিকে পুড়িয়ে দিতে বেশিক্ষণ সময় লাগেনি। স্থানীয়রা  আগুন নেভাতে গিয়ে দেখেন বৈদ্যুতিক তারেও শর্ট সার্কিট হয়ে গিয়েছে।  

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad