সুদীপ্ত শেঠ: আজ ২০ জুন সকালে দাসপুর থানার গোপীগঞ্জের রূপনারায়ণ নদ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন সকালে নদীর জলে ওই যুবকের দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিসকে খরব দেন। ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে এটিকে খুন বলে পুলিস সন্দেহ করছে। বিস্তারিত এই ভিডিওতে রয়েছে।
বান্টি
▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364







