এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ১০৭ বছরের বৃদ্ধের মৃত্যু

Published on: May 28, 2020 । 8:12 PM

সুদীপ পাল: ১০৭ বছরে মারা গেলেন এক বৃদ্ধ। নাম বাসুদেব আদক। বাড়ি ঘাটাল ব্লকের পান্না গ্রামে। আজ ২৮ মে সকালে তিনি নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণেই মারা যান বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তিনিই সম্ভবত ঘাটাল মহকুমার সবচাইতে বয়স্ক ব্যক্তি ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল আধার কার্ড হিসেবে ১০৫ বছর। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভুল বশত আধার কার্ডে দুই বছর বয়স কম দেখানো আছে। ওনার প্রকৃত বয়স ১০৭ বছর। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এতো প্রবীণ মানুষ এই মহকুমায় আর কেউ নেই। বাসুদেববাবুর মৃত্যুতে পান্না তো বটেই সারা ঘাটাল মহকুমার মানুষ শোকাহত। বাসুদেববাবুর দুই ছেলে এক মেয়ে। সবাই বিবাহিত। ছেলেরা কর্মসূত্রে হাওড়ার সাঁতরাগাছিতে থাকেন। স্ত্রী মারা গিয়েছেন ২০০২সালে। তারপর থেকেই বাসুদেবকে দেখাশোনা করার জন্য সবসময়ের একজন থাকতেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad