নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: টেনশনে বাইক নিয়ে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা, আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল ঘাটালের যুবকের।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ওই যুবকের নাম সৌমেন ঘোষ(৩৪)। বাড়ি ঘাটাল থানার রঘুনাথপুরে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, ২২আগস্ট বাড়ি থেকে ঘাটালের দিকে বাইক চালিয়ে আসার সময় খড়ারের কাছে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারেন সৌমেনবাবু। গুরুতর ভাবে জখম হন তিনি। সেখান থেকেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তারপর অবস্থার অবনতি হলে কটকে নিয়ে যাওয়া হয়। ৩০ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়।
জানা যাচ্ছে, বাবার খুব শরীর খারাপ সেই নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলেন তিনি। টেনশনে বাইক চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সৌমেনবাবুর বাড়িতে বাবা মা ছাড়াও স্ত্রী ও চার বছরের একটি ছোট মেয়ে রয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










