ক্ষীরপাইয়ের ঘুঘুডাঙাতে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক ২ বাইক আরোহী

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: যাত্রীবাহী বাসের সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক দুই মোটর বাইক চালক।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ ২৮ অক্টোবর শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ক্ষীরপাই ফাঁড়ির ঘুঘুডাঙ্গা এলাকায়। পুলিশের তৎপরতায় দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রকোণা থেকে ঘাটালগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরবাইক ও বাসের গতিবেগ বেশি থাকার কারণে দুই মোটর বাইক আরোহী ছিটকে পড়ে রাজ্য সরকারের উপরে। ঘটনার খবর পেয়ে দ্রুত ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ এসে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ২ মোটর বাইক আরোহীকে উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে পাঠালে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর আহত মোটরবাইক চালকের নাম দীপাঞ্জন বল্লভ, গড়বেতার আমশোল এলাকার বাসিন্দা। অপর ব্যক্তির এখনো নাম পরিচয় জানা যায়নি।

 

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com