নিজস্ব সংবাদদাতা: আজ ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ ঘাটাল ময়রাপুকুর মোড়ে একটি কয়লা বোঝাই লরি
নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথিকের গায়ে উল্টে যায়। ১৭ নম্বর ওয়ার্ডের গার্গী চৌধুরী (১৯) এবং সিংহপুর ৮ নম্বর ওয়ার্ডের অজয় মাজি(৫৯)। গার্গী চৌধুরী নার্সিংএর ছাত্রী। এই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্য একজন সুস্থ রয়েছেন।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










