দাসপুর থানার কামালপুরে ডাম্পার ও মালবাহী গাড়ির মুখোমুখি ধাক্কা

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটাল: সাতসকালেই দাসপুর থানার কামালপুরে মুখোমুখি ধাক্কা ডাম্পার আর মালবাহী গাড়ির। আজ ১৯জুলাই সাতসকালে কামালপুর গ্রামপঞ্চায়েত লাগোয়া পীচ রাস্তায় বিকট শব্দ শুনে স্থানীয় মানুষ জন ছুটে আসেন। এসে দেখেন ডাম্পারের সঙ্গে ধাক্কা খেয়ে মাছের খাবার বোঝাই মালবাহী গাড়িটি পাল্টি খেয়ে উল্টে গিয়েছে পুকুরে। চালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। কিন্তু মাছের খাবারের প্যাকেট জলে ভাসতে থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাছের খাবার বোঝাই মালবাহী গাড়িটি বেনাই এলাকায় ভেড়ির জন্য মাছের খাবার নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মাছের খাবার নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। দুপুর দুটো নাগাদ গাড়িটিকে পুকুর থেকে তোলা হয়, তা দেখতেও প্রচুর মানুষ ভিড় জমান।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad