সৌমেন মিশ্র: রাতের অন্ধকারে পথ দুর্ঘটনা ঘাটাল থানার ১৩ নম্বর ওয়ার্ডে ঘাটাল আদালত সংলগ্ন এলাকায়,গুরুতর জখম এক বাইক আরোহীকে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে পাঠানো হল ঘাটাল হাসপাতালে। স্থানীয় বাসিন্দা এবং সঙ্গীত শিল্পী অপূর্ব পাঁজা বলেন,আজ বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে রাস্তার মাঝে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাথে সাথে ঘাটাল থানায় খবর দিলে ঘাটাল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। অপূর্ব বাবু জানান,বাইক থেকেই পড়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা যাচ্ছে। তবে ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। ওই ব্যক্তি ঘাটালের দিক থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন।
ঘাটালে পথ দুর্ঘটনা,আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ১
By সৌমেন মিশ্র
Published on: October 28, 2021 । 11:02 PM








