নিজস্ব সংবাদদাতা: আজ বেলা ১১টা নাগাদ ক্ষীরপাই- রামজীবনপুর সড়কের পটলডাঙা চাতালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে নেমে গেল। কোন পরিস্থিতিতে বাসটি মাঠে নামল তা জানা যায়নি। বাসটি ক্ষীরপাইয়ের দিক থেকে রামজীবনপুরের দিকে যাচ্ছিল। বাসে অনেক যাত্রীও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঠিক রামজীবনপুর শহর ঢোকার আগের চালাতটিতে হঠাৎ করে মাঠে নেমে যায়। তবে হতাহতের কোনও খবর নেই। পুলিশ বাসটিকে আটক করেছে। বাস চালক ও কর্মীরা পলাতক।
রামজীবনপুরে বাস দুর্ঘটনা







