এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দীঘা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস

Published on: December 22, 2025 । 8:34 AM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ:ঘাটালের চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল এক যাত্রী বোঝাই টুরিস্ট বাস। দুর্ঘটনায় আহত কমপক্ষে ১২ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে। ঘটনা ক্ষীরপাই আরামবাগ সড়কে চন্দ্রকোনা থানার বওড়ায়। আরামবাগের দিকে যাবার পথে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার এ ধাক্কা দিলে এই ভয়াবহ পরিণতি। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুরের উদ্দেশে যাচ্ছিল বাসটি। সোমবারের ভোর ৫টা নাগাদ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ওই বওড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের এক বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর যায় চন্দ্রকোনা থানায়। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরাতে ক্রেনের সাহায্যে উদ্ধারের কাজ চলছে।

বিপ্লব সরকার

সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’, আমার কাছে সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি আমার গভীরতম নেশা। ব্যক্তিগত ও কর্মজীবনের সমস্ত ব্যস্ততার ফাঁকে যখনই সময় পাই, তখনই আমি সমাজের নানান সমস্যা, জনজীবনের গুরুত্বপূর্ণ দিক এবং অব্যক্ত কথাগুলি তুলে ধরার তাগিদে বেরিয়ে পড়ি। মো: 90467 68118/9732738015