মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার নাড়াজোলে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সামনে থেকে আসা মাল বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ মারুতির। মারুতিতে চালকের পাশাপাশি ছিলেন এক শিশুসহ দুজন।  প্রাথমিকভাবে জানা যাচ্ছে তাঁদের প্রত্যেকের বাড়ি ঘাটালের রত্নেশ্বরবাটিতে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মারুতির চালক নাগেশ সিন্দে এবং মহিলা প্রতিমা প্রামাণিক। ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে নাড়াজোল গ্রামীন হাসপাতালে সেখান থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয়সূত্রে জানা যাচ্ছে আজ ১৫ জুন বুধবারের ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ যাত্রী নিয়ে ঘাটালের দিক থেকে মেদিনীপুরের দিকে যাওয়ার পথে নাড়াজোলে সামনে থেকে আসা মালবোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। জানা যায়, প্রতিমাদেবী তাঁর নাতিকে নিয়ে খড়গপুর যাচ্ছিলেন, তাঁর ছেলে রাজীবকে আনতে। রাজীব ভিন রাজ্যে কাজ করেন। যাওয়ার পথেই ওই দুর্ঘটনা। তবে আশ্চর্যজনকভাবে শিশুটির কোনও চোট লাগেনি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।