নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: কলকাতা থেকে চন্দ্রকোণা অভিমুখে আসার সময় দুপুর ৩টা ৩০ মিনিট নাগাদ বাসটি উলুবেড়িয়ার কাছে উল্টে যায়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গুরুতর জখম হয়েছেন ১৩ জন। বাসটি আসার সময় কুলগেছিয়া থেকে বাগনানের ব্রিজে ওঠার আগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জখম হন ১৩ জন। প্রাণহানির কোনও খবর নেই। জখমদের অধিকাংশই ঘাটাল মহকুমার বাসিন্দা। উলুবেড়িয়া থানার পুলিশ জানিয়েছে, বাসটি রেষারেষি করে আসার জন্যই দুর্ঘটনাটি ঘটে।
উলুবেড়িয়ায় চন্দ্রকোণা গামী বাস দুর্ঘটনার মুখে পড়ল, জখম ১৩ রেষারেষি করে চালানোর জন্যই ওই দুর্ঘটনা: পুলিশ
By মন্দিরা মাজি
Published on: June 25, 2022 । 7:11 PM





