এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাস্তার ধারের নির্মাণ সামগ্রীতে পিছলে বাইক দুর্ঘটনা ঘাটালে

Published on: October 21, 2022 । 3:49 PM

আকাশ দোলই ও শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাস্তার ধারে মজুত থাকা বালিতে পিছলে গিয়ে গুরুতর আহত বাইক আরোহী। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার বরদা বিশালাক্ষী মন্দিরের সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটাল-ক্ষীরপাই রাস্তার বরদা বিশালাক্ষী মন্দিরের সামনে রাস্তার পাশে রাখা ছিল নির্মাণ সামগ্রী। আজ সকালে ঘাটালের দিকে দ্রুত গতিতে আসা এক বাইক সেই নির্মাণ সামগ্রীতে পিছলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটালের থেকে আসা এক লরিতে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় বাইকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। স্থানীয়দের সহায়তায় আহত ওই বাইক আরোহীকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নির্মাণ সামগ্রীর ব্যবসায়ী নয়ন পণ্ডিত দীর্ঘদিন ধরেই রাস্তার ধারে নির্মাণ সামগ্রী মজুত করে ব্যবসা করছেন। আর রাস্তার পাশে এইসব রাখার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনা শুধু ঘাটালে নয়, প্রায় প্রত্যেকটি থানা এলাকাতেই দেখা যায় রাস্তার ধারে বালি, গুটি রাখার কারণে দুর্ঘটনা ঘটছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।