এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা থানার বাঁকাতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত২

Published on: November 18, 2020 । 12:01 AM

বাবলু সাঁতরা: চন্দ্রকোণা থানার বাঁকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত বাইকের দুই সওয়ারি। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বাইকে তিন বাইক আরোহী যাচ্ছিল। সে সময় ট্রাকের ধাক্কায় তিনজনেই ছিটকে পড়ে। একজন ঘটনাস্থলে মারা যায়। অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মৃত এবং আহতদের পরিচয় না জানা গেলেও তাদের বাড়ি চন্দ্রকোনার শ্রীরামপুরে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad