এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পথ দুর্ঘটনায় মৃত ঠাকুমা, জখম নাতনি

Published on: June 16, 2020 । 5:16 PM

অভিষেক মাল: আজ ১৬ জুন বিকেল ৪টা ৪৫মিনিট নাগাদ সুলতাননগরে একটি মালবাহী লরি পিষে মারল এক মহিলাকে। মহিলা ঘটনাস্থলেই মারা গিয়েছেন। মহিলার নাম সামসুনেহার বিবি(৫৫)।  মহিলার বাড়ি দাসপুর থানার বাজুয়াতে। গুরুতর জখম হয়েছেন তাঁর নাতনি। নাতনির একটি হাত কেটে বাদ দিতে হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। নাতনির চিকিৎসার জন্য তাকে প্রথমে ঘাটাল সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করে পিজিতে পাঠানো হয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]