এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খড়ার শ্যামসুন্দরপুরে বাইক-মারুতি দুর্ঘটনায় মৃত ১

Published on: November 25, 2020 । 7:15 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ২৫ নভেম্বর সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম নিরঞ্জন বাগ(৪২)। বাড়ি ঘাটাল থানার মুগরালে। বড়দা খড়ার রাস্তার শ্যামসুন্দরপুর হিমঘরের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিরঞ্জনবাবু বাইকে করে খড়ারের দিক থেকে বড়দার দিকে আসছিলেন। সেই সময় একটি মারুতি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad