সচেতনতার অভাব: ঘাটালে সক্রিয় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২১

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল:  করোনা বিধি না মেনেই ঘাটালজুড়ে চলছে নানান কাজ কর্ম। বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত মানুষের সংখ্যা এখন তাক লাগানোর মত। পারিবারিক অনুষ্ঠানে ভিড়ের ছবি দেখলে মনেই হবে না করোনা নামক ভয়ংকর রোগের সাথে আমাদের লড়াই চলছে। হাটে বাজারেও মাস্ক বিহীন অবস্থায় চলাফেরা চলছে গোটা ঘাটালজুড়ে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ঘাটাল থানা এলাকায় মোট করোনা সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ২১ জন। গত কালের রিপোর্ট অনুযায়ী সংক্রমিত হয়েছেন ১ জন। সচেতনতার অভাবেই যে ঘাটালে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী তা স্পষ্ট। তবে সরকারি রিপোর্ট অনুযায়ী ঘাটালে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১ হলেও করোনা উপসর্গ নিয়ে অনেকেই ভুগছেন বলে জানা গেছে। রিপোর্ট না করিয়ে চিকিৎসাধীন অবস্থায় কেউ কেউ মারাও যাচ্ছেন। পুলিশ প্রশাসনের তরফে রাস্তায় হাটে বাজারে সচেতনতার প্রচার চললেও হুঁশ থাকছে না ঘাটালের মানুষের একাংশের। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে এখনই সচেতন থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসক মহল।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।