৩১ মার্চের মধ্যে আধার লিঙ্ক না করালে ১০০০টাকা জরিমানা

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ,ঘাটাল: ৩১ মার্চের (২০২২) মধ্যে প্যানের সঙ্গে আধার লিঙ্ক [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] করিয়ে নিন। না করিয়ে নিলে  ১ এপ্রিল থেকে তা আর কার্যকরী থাকবে না। শুধু তাই নয়, ১০০০ টাকা জরিমানাও ধার্য করা হবে। আপনি নিজেও লিঙ্ক করিয়ে নিতে পারবেন। ‘https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar’এই লিঙ্কে গিয়ে প্রথমে চেক করে নিন প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো আছে কিনা। যদি না থাকে তাহলে ‘https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar’ লিঙ্কে ক্লিক করে নিজেই আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। কিম্বা 56677 এই নম্বরে এসএমএস করে লিঙ্ক করিয়ে নিতে পারবেন। UIDPAN <space> <Your 12 digit AADHAAR> <space><Your 10 digit PAN>
•উদাহরণ: UIDPAN 235654627820 AKTCN1256L টাইপ করে 56677 নম্বরে SMS করে দিতে হবে।
অনেক সময় ফোনকে লম্বা করে ধরলে ক্যাপচা কোড নেয় না। সেক্ষেত্রে ফোনটার ওরিয়ন্টেশন চেঞ্জ করে আড়াআড়ি করে নিয়ে ক্যাপচা কোড দিতে হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!