এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবার ক্ষীরপাই কেঠিয়া ব্রিজের সামনে বাইক দুর্ঘটনা, মৃত ১

Published on: August 9, 2020 । 9:34 PM

তনুপ ঘোষ: পথ দুর্ঘটনায় মৃত ১,  আশঙ্কাজনক এক। ঘটনাটি ঘটে আজ  ৯ আগস্ট রবিবার রাত্রে  ক্ষীরপাই-চন্দ্রকোণা সড়কের কেঠিয়া ব্রিজের সামনে। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে,  মৃত যুবকের নাম সিন্টু মণ্ডল। আজ ঘাটাল থেকে চন্দ্রকোণা বাঁকা গ্রামের মানিককুণ্ডু গ্রামে বাড়িতে ফিরছিল সিন্টু এবং তাঁর বন্ধু অচিন অচিন্ত্য গোস্বামী।   বাইকটি দ্রুতগতিতে এসে কেঠিয়া চাতালের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই জনে আহত হন। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে পাঠালে রাস্তায় মৃত্যু হয় সিন্টুর।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]