ঘাটালের স্কুলে তালা দিলেন অভিভাবকরা

সোমেশ চক্রবর্তী: এক মাত্র শিক্ষককে স্কুল চালাতে হচ্ছে। ফলে স্কুলে পঠন-পাঠনের মান ভালো হচ্ছে না। তাই অবিলম্বে ওই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল ব্লকের কোতলপুর প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাব-অভিভাবিকারা। আজ ৪ সেপ্টেম্বর স্কুল খোলার আগে থেকেই স্কুল গেটে তালা দিয়ে দেওয়ার ফলে পড়ুয়া এবং শিক্ষক স্কুলে ঢুকতে পারেননি। মিডডে মিল রান্নাও বন্ধ থাকে। ঘাটাল পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে বলেন, ওই পার্শ্ব শিক্ষককে নিয়ে স্কুলে মোট তিন জন শিক্ষক ছিলেন।  কিছু দিন আগে একজন শিক্ষককে তুলে নেওয়া হয়। পরে আরও একজন শিক্ষক অবসর গ্রহণ করেন। ফলে বর্তমান শিক্ষক বিকাশ দোলইকেই সমস্ত স্কুল চালাতে হচ্ছে। এর জন্য সমস্যা হওয়াটাই স্বভাবিক। আমরা খুব শীর্ঘই ওই স্কুলে আর একজন শিক্ষক পাঠানোর ব্যবস্থা করছি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad