রাস্তায় ভবঘুরেদের দেখতে পেয়ে গাড়ি থামিয়ে কম্বল দিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: শীতে কাঁপছে ঘাটাল মহকুমা! সেই সাথে উত্তরে হওয়ার দাপটে এখন শীত অনেকটা  জাঁকিয়েই পড়েছে।  আর এই শীতেই সবচেয়ে বেশি কষ্ট হয় রাস্তার ভবঘুরে দের।  রাতের বেলা যখন পারদ নামতে থাকে তখন অনেকেরই শরীরের তাপমাত্রা বাইরের শৈত্যপ্রবাহের সাথে যুঝতে পারে না। সহায় সম্বলহীন এই নিঃস্ব মানুষগুলোর তখন  দরকার হয় শুধু একটু উষ্ণতার।
আজ ৫ জানুয়ারি ২০২৩ বিকেলে বিদ্যাসাগর মেলার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলেন ঘাটাল মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। প্রশাসনিক কাজ সেরে  ফেরার পথে রাস্তার ধরে  তাঁর নজরে পরে কিছু ভবঘুরে মানুষজন।   গাড়ি থেকে নেমে স্বয়ং তাদের হাতে কম্বল তুলে দেন তিনি। তাদের কি কি সরকারি পরিষেবা দেওয়া যায় সে নিয়ে কথাও বলেন।   পরে সংবাদ মাধ্যমে অর্জুনবাবু জানান ” এই কদিন সত্যিই  খুব ঠান্ডা পড়েছে। ওনাদের দেখে কষ্ট হচ্ছিলো।  ভাগ্গিস গাড়িতে কিছু কম্বল ছিল।  সেগুলোই ওদের দিয়েছি। বড়ো কিছু ঘটনা হয়নি – আমার জায়গাতে অন্য কেউ থাকলে যা করতো আমিও তাই করেছি।    ওনাদের কিছু অভাব অভিযোগও শুনলাম।  দেখি ভবিষ্যতে ওদের জন্য  কতটা কি করা যায়।”  অর্জুন বাবুর সঙ্গে ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি, খাদ্য সুরক্ষা আধিকারিক অরুণাভ দে  এআরটিও জয়দ্রথ সাহা সহ অন্যান্যরা।  এরকম হটাৎ করে নববর্ষের উপহার পেয়ে স্বাভাবিক ভাবেই  খুশি হন  সহায়সম্বলহীন মানুষজন।

বান্টি: ▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪