শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার হলেন এক গৃহশিক্ষক। দাসপুর এলাকার ওই গৃহশিক্ষকের নাম তপন চন্দ্র।
তপনচন্দ্র পাঁচবেড়িয়া হাইস্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রীকে ঘরে পড়াতে গিয়ে ধারাবাহিক ভাবে শ্লীলতাহানী করতেন বলে অভিযোগ। ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তোলা ছবি ভাইরাল করে দেবার হুমকি দিতেই ছাত্রীটি তার পরিবারের লোকজনের কাছে জানায়।
গতকাল দাসপুর থানায় ওই গৃহশিক্ষকের নামে অভিযোগ দায়ের হয়েছে। আজ ওই গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











