যুব দিবসে লেড পেন্সিলের মধ্যে বিবেকানন্দের মূর্তি বানিয়ে মনীষীর প্রতি শ্রদ্ধা চিত্রশিল্পীর

বাবলু সাঁতরা: লেড পেন্সিলের মধ্যে স্বামী বিবেকানন্দের মূর্তি বানিয়ে বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি চন্দ্রকোনার চিত্রশিল্পীর। শিল্পীর নাম প্রসেনজিৎ নায়ক, পেশায় শিক্ষক, বাড়ি  চন্দ্রকোনা-২ ব্লকের বালা গ্রামে। বরাবরই নানান বিষয়ের উপর চিত্রকলা বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। কখনও কাঠের উপর দুর্গা প্রতিমা, পান পাতায় লক্ষ্মী প্রতিমা আবার লেড পেন্সিলের উপর রবীন্দ্রনাথ সহ একাধিক মনীষীর মূর্তি বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রসেনজিৎ বাবু। আজ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবস উপলক্ষে লেড পেন্সিলের উপর বিবেকানন্দের ২ সেন্টিমিটার উচ্চতার  মুর্তি বানিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।