দেবের উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের আসন বাড়ল

তৃপ্তি পাল কর্মকার: এলাকার নামী স্কুল হিসেবে পরিচিত ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল। তাই ঘাটাল  শহরের অভিভাবকরা তাঁদের সন্তানদের  ওই স্কুলে ভর্তি করার জন্য স্বাভাবিক ভাবেই প্রচেষ্টা চালিয়ে যান।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] বিগত কয়েক বছর ধরে অভিভাবকরা অভিযোগ করে আসছেন, উচ্চমাধ্যমিকে আসন সংখ্যা কম থাকায় মাধ্যমিক পাশ অনেক ছাত্রছাত্রীই ওই স্কুলে ভর্তি হতে পারত না। ফলে তাদের অন্য স্কুলে ভর্তি হতে হ’ত। বিদ্যাসাগর স্কুলেই যাতে একাদশ শ্রেণীতে পড়া যায় সেজন্য উচ্চ মাধ্যমিক স্তরে অন্তত ৫০টি আসন বাড়ানোর দাবি ছিল অনেকদিন থেকেই। ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারীর (দেব) উদ্যোগেই  সেই দাবিই বাস্তবায়িত হল। ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে বলেন, আমাদের স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে ২৭৫ জন করে ভর্তি নেওয়া হত। আমরা এত দিন বহু চেষ্টা করেও ওই সংখ্যা আরও ৫০টি বাড়িয়ে ৩২৫টি করার জন্য চেষ্টা চালিয়ে আসছিলাম। কিন্তু করতে পারিনি। অবশেষে দেবকে বিষয়টি জানাই। তিনি আমাদের অনুরোধ শোনা মাত্র ২৯ আগস্ট উচ্চমাধ্যমিক কাউন্সিলের আকাদেমিক বিভাগের ওএসডি(অফিসার অন স্পেশাল ডিউটি) তাপসকুমার মুখোপাধ্যায়কে আসন সংখ্যা বাড়ানোর জন্য চিঠি লিখেন।  ওই চিঠির প্রেক্ষিতেই কাউন্সিল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের উচ্চ মাধ্যমিক স্তরে ৫০টি আসন বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ফলে এবছর  আমরা একাদশ শ্রেণীতে ৩২৫ জন করে ভর্তি নিয়েছি। আগামী বছর থেকেও ৩২৫জন করেই ভর্তি নেওয়া হবে। দেবের ওই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad