এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কাউন্টার থেকে ATM  কার্ড  বদলে দিয়ে ৪৫হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা

Published on: November 28, 2022 । 11:16 AM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চোখের নিমেষেই ATM কার্ড বদলে নিয়ে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিল দাসপুরের এক ব্যক্তির। রবিবার রাতে দাসপুর গঞ্জের এক ATM কাউন্টারে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরে। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। রবিবার সন্ধ্যায় দাসপুরের স্টেটব্যাঙ্কের সামনের এটিএম কাউন্টার থেকে নতুন কার্ডের পিন জেনারেট করতে গিয়েছিলেন ওই গঞ্জের বাসিন্দা সুদর্শন সাউ। সেই সময় ওই ATM রুমের ভেতর তিন থেকে  চারজনের মতো ব্যাক্তি ছিলেন। এটিএমের মধ্যে কাগজপত্র গুছানোর সময় তাঁরই অলক্ষ্যে এটিএম কার্ডটি বদলে অন্য একটি এটিএম সুদর্শনবাবুর এটিএমের সামনে রেখে দেওয়া হয়। সুদর্শনবাবু বলেন, আমি খেয়াল না করেই সেটি বাড়িতে নিয়ে চলে আসি। কিছুক্ষণ পরেই তাঁর এটিএম থেকে টাকা তোলার মেসেজ আসে। তখনই তাঁর টনক নড়ে যায়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।