স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা ২ ব্লকের বালা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সচেতনতা শিবির এবং সাইবার ক্রাইম সম্বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হল। ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাগন উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অতিথিবর্গের মধ্যে এ.ডি.ও হিমাদ্রি ঘোষ, ঘাটাল আদালতের সরকারি আইনজীবী ও ম্যারেজ অফিসার ড. সমীর ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানসকুমার সুকাই সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে আইনি পরামর্শ এবং সাইবার ক্রাইম প্রতিরোধ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা দেন আইনজীবী সমীরবাবু।








