তুই খুশি তো বন্ধু? তুই ফিরেছিস বলে আমরাও খুশি

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ফিরে এসেছে বান্ধবী, এতেই খুশি তার সহপাঠীরা। এ যেন আবার নতুন করে ফিরে পাওয়া! যেন হারিয়েই যাচ্ছিল তাদের সহপাঠিনী, স্কুলের বন্ধুরাই ফিরিয়ে এনে নতুন জগৎ তুলে দিল। বন্ধুদের জন্য মালতি আবার ফিরে পেল তার স্কুলজীবন।

দাসপুরের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্রী বছর পনেরোর মালতী ভূমিজ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আত্মীয়রা বিয়ের ঠিক করে ফেলেছিলেন বাচ্চা মেয়েটির। সেই জন্য মাসিবাড়ি চলে নিয়ে যাওয়া হয় মালতীকে। অনেকদিন মালতী স্কুলে আসেনি, স্কুলের বন্ধুরা জানতে পারে মালতীর বিয়ের ঠিক হয়েছে, তারা সহপাঠিনীকে ফিরে পেতে চলে যায় বাড়িতে। গিয়ে তার বাবা মা পরিজনদের বোঝায়, বিয়ে দিলে তাদের আইনি জটিলতায় পড়তে হবে। অনেক বোঝানোর পর মালতীকে ফিরিয়ে আনে তার বাড়ির লোকজন। আজ থেকে স্কুলে আসছে মালতি। খুশির হাওয়া বন্ধুদের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েটির পড়াশোনার যাতে কোনওরকম সমস্যা না হয় আমরা দেখব।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad