বিসিডিএ’র সাধারণ সভা

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিসিডিএ দাসপুর-১ এর ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ২০ মে বেলা ১১ টায় টালিভাটা ভগবতী বালিকা বিদ্যালয়ে ও আর্তি শিল্পকেন্দ্রে অনুষ্ঠিত হল সভাটি। বিসিডিএ দাসপুর জোন-১ এর সম্পাদক দেবব্রত বন্দোপাধ্যায় বলেন, প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেমিস্ট পেশার সঙ্গে যুক্ত ১৪১ জন সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে একটি করে চারাগাছ উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন জেলা সভাপতি বাদল আচার্য ও জেলা সম্পাদক মাধবচন্দ্র পত্র। এছাড়াও জেলা ও রাজ্য কমিটির নেতৃত্ববৃন্দ, বিশিষ্ট চিত্র শিল্পী প্রসেনজিৎ মূলা এবং বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফুল্ল বেরা ও ঘাটাল জোন ট্রেসারার দেবব্রত মাইতি।

দেবব্রতবাবু আরও বলেন, আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল সারমর্ম হল সমস্ত জীবনদায়ী ওষুধের দাম কমাতে হবে। জীবন দায়ী ওষুধের বিক্রয় মূল্যকে ঘিরে ফাটকাবাজি বন্ধ করতে হবে। ফার্মাসিস্টের সমস্যা মেটাতে হবে। ওষুধের বিক্রয় মূল্য দেশের সর্বত্র একইরকম করা হোক। ওষুধের ওপর থেকে GST প্রত্যাহার করতে হবে। অনলাইনে যেসব ওষুধ আসছে তার কোয়ালিটি টেস্ট করার ব্যবস্থা করতে হবে। বাজারে যে জাল ও অবৈধ ওষুধ ছড়িয়ে পড়ছে তার নিয়ন্ত্রণ করতে হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015