লকডাউনে পর্দার আড়ালে যা ঘটছে

মনসারাম কর: ঘাটাল জুড়ে লকডাউনের ছবিটা ক্রমশ ফিকে হচ্ছে। শহরের ব্যস্ততম রাস্তা শুনশান থাকলেও গ্রাম গঞ্জের এলাকা একেবারে স্বাভাবিক। কার্যত লকডাউনকে সবাই ঘরের মধ্যে লক করে দিয়ে সকলেই বাইরে মহাআনন্দে ঘুরে বেড়াচ্ছে। লকডাউন চলাকালীন পর্দার আড়ালে নানান ঘটনা ঘটে চলেছে। > ভিন জেলা থেকে অনেক অসহায় শ্রমিক পায়ে হেঁটে কাতর যন্ত্রণা নিয়ে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মায়াভরা চোখে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কেউ তাদের আটকাচ্ছে, আবার কেউ ভুল রাস্তা দেখিয়ে দিচ্ছে, আবার কোনও কোনও সহৃদয় মানুষ তাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। > সক্রিয় হয়েছে মদ বিক্রির চোরাচালানকারীদের একটা চক্র। মদ পিপাসুদের চাহিদা মেটাতে রাতের অন্ধকারকে হাতিয়ার করছে তারা। > পুলিশের লাঠির ঘা থেকে বাঁচতে চারচাকা বা মোটর সাইকেলে অনডিউটি ভেজিটেবিল, ইমারজেন্সি সার্ভিস, সার্ভিস প্রোভাইডার, রোগী আছে এই ধরণের নানান স্টিকারের ছড়াছড়ি, দেখা গেছে বাস্তবে ওই সব স্টিকারের অধিকাংশ ভুয়া। > ম্যাটাডোরে করে অনেকেই গভীর রাতে রাস্তা দিয়ে যাচ্ছে।  ৩ এপ্রিল রাত সাড়ে ১১ টার পর ঘাটাল-বরদাচৌকান-ঢলগোড়া-দামোদরপুর হয়ে আরামবাগের দিকে আনুমানিক ৪০ বছর বয়সের এক মহিলাকে ম্যাটাডোরে করে যেতে দেখা গেছে। আরও অনেক ঘটানা হইত সকলের চোখের আড়ালেই ঘটছে যা কেউ জানতে পারছে না।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।