ঘাটাল ময়রাপুকুরের পতিতা পল্লিতে গিয়ে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা: এই সভ্য সমাজে পতিতারা এখনও ব্রাত্য। যাঁদেরকে দিনের আলোয়ে দেখলে এখনও অনেকেই মুখ ঘুরিয়ে নেন। সেই পতিতাদের পল্লিতে গিয়ে আন্তরিকতার সঙ্গে ফোঁটা নিলেন ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ বেলা ১০টা নাগাদ মহকুমা শাসক সেখানে পৌঁছে যান। পতিতাদের দিদি সম্বোধন করে তাঁদের কাছ থেকে ফোঁটা নেন। ভাই হিসেবে দিদিদের হাতে তুলে দেন নতুন বস্ত্র, শীত কম্বল এবং মিষ্টিও। আর সেই সঙ্গে দিদিদের যেকোনও প্রশাসনিক সমস্যায় পাশে থাকার আশ্বাসও দেন। পতিতা পল্লির দিদিরা এহেন এক হাইপ্রোফাইল ভাইয়ের কাছ থেকে ফোঁটা নেবেন সেটা কখনই প্রত্যাশা করতে পারেননি। তাই তাঁরা আজকের এই ঘটনায় কতকটা বাকরুদ্ধও।
প্রসঙ্গত, ঘাটাল মহকুমার ইতিহাসে এই প্রথম কোনও মহকুমা শাসক নিষিদ্ধ পল্লিতে গিয়ে ভাইফোঁটা নিলেন। তাই মহকুমা শাসকের এই মানসিকতার প্রশংসা করেছেন অনেকেই। এদিন মহকুমা শাসকের সঙ্গে ছিলেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ বিকাশ কর, ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক, এসআই কৌশিক সেন, সমাজকর্মী নারায়ণ ভাই প্রমুখ।,
ওই নিষিদ্ধ পল্লিতে জনা তিরিশ মহিলা থাকলেও জায়গা সংকুলান না হওয়ার জন্য মাত্র ১০ এদিন ফোঁটা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। মহকুমা শাসক সহ অন্যান্যরা প্রায় এক ঘণ্টা ধরে ওখানে সময় কাটান।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।