এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গণ ভাইফোঁটা দিয়েই দাসপুরের জোতবাণীতে শুরু হয় যমরাজ ও যমুনার পুজো

Published on: November 15, 2023 । 9:04 PM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: যমুনা দেয় যমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মন্ত্র বলেই আজ বাঙালিদের ঘরে ঘরে ভাইফোঁটা উৎসব চললো দিনভর। ভাইফোঁটা উপলক্ষে সেই যম ও যমুনার পুজো হয় দাসপুর ১ ব্লকের জোতবাণীতে। ১৬ তম বর্ষে পদার্পণ করল তাদের পুজো। জোতবাণী নবজাগরণ সেবা সংঘের পরিচালনায় যমরাজ ও যমুনা পুজোতে গণ ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয় প্রতিবছর। সংঘের সম্পাদক প্রশান্ত প্রামাণিক বলেন, আজ বুধবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে সকাল থেকেই পথ চলতি মানুষদের ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল অন্যান্য বছরের মতো। সন্ধ্যেবেলা একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো ও অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত অতিথিদের ভাইফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই পুজো উপলক্ষে আগামী ৬ দিন ব্যাপী চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর, সরবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য অতিথিরা।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]