দাসপুর পুলিশের রাতে পাহারা, রাজনগরে বাইক রেখে পালালো চোর

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর পুলিশের ভিলিজ পুলিশ ও সিভিকদের তৎপরতায় দাসপুর থানার রাজনগর থেকে রাতের অন্ধকারে এক বাইক চুরি আটকানো গেল। গ্রামের ভিলিজ পুলিশ ও সিভিকদের কাজে খুশি বাইকের মালিক। জানা গেছে দাসপুর থানার রাজনগরে বুধবার রাত পাহারা চলাকালীন ভিলেজ পুলিশ ও সিভিকরা দেখেন চাবি দেওয়া অবস্থায় এক বাইক বাজারের কিছুটায়া দূরে রাখা। আশপাশ থেকে কয়েকজন দৌড়ে পালাচ্ছে। সাথে সাথে সিভিক তন্ময় চক্রবর্তী এবং অন্যান্য সিভিকদের সাথে নিয়ে ভিলেজ পুলিশ সুশান্ত কপাট ওই বাইকটিকে নিজেদের কব্জায় নেন এবং দুষ্কৃতকারীদের পিছনে ধাওয়া করেন। তবে দুষ্কৃতীরা চম্পট দিলেও রোধ হয় বাইক চুরি। পরে ওই রাতেই বাইকের নাম্বার ধরে খোঁজ করা হয় বাইকের মালিককে। বাইকের মালিকের নাম দীপক মণ্ডল বাড়ি রামদেবপুরে। রাতেই বাইকটিকে দীপকবাবুর হাতে তুলে দেওয়া হয়। দীপকবাবু বলেন,গ্রামে বন্যার জেরে যাতায়াত প্রায় বন্ধ,তাই বাইকটি নিয়মিত রাজনগর এলাকার এক বাড়িতে রাখতেই। এদিন রাতে সেই হদিস পেয়ে চোরেরা বাইকটি চুরির চেষ্টায় ছিল। গ্রামের সিভিক ও ভিলেজ পুলিশের তৎপরতায় তিনি তার বাইক ফিরে পেলেন। দীপকবাবু সিভিক ও ভিলেজ পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।