দুটি পৃথক দুর্ঘটনায় চন্দ্রকোণায় মৃত ১, জখম ৪

(ছবিটি প্রতীকী। আজকের দুর্ঘটনার নয়)

নিজস্ব সংবাদদাতা: শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে চন্দ্রকোণা থানা এলাকায় দুটি পৃথক বাইক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন চার জন। একটি দুর্ঘটনা হয়েছে হেমতপুরে। একটি বাইকে করে তিন আরোহী রামজীবনপুরের দিক থেকে ক্ষীরপাইয়ের দিকে আসছিল। বাইকটি দুর্ঘটনার মুখে পড়লে দীপক বের(২৭) নামে এক যুবকের ঘটনা স্থলেই মৃত্যু হয়। দীপকবাবুর বাড়ি বীরভানপুরে। বাকী দুজন গুরুতর আহত হন। অন্যদিকে জাড়াতে একটি বাইক উল্টে গেলে দুই যুবক জখম হন।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad