বীরসিংহ আইটিআই কলেজে ছাত্রছাত্রীদের তৈরি প্রোজেক্ট প্রর্দশনী

কুণাল সিংহরায়, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ঘাটালের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বীরসিংহ আইটিআই কলেজের ছাত্রদের তৈরি প্রোজেক্ট প্রর্দশনীর ব্যবস্থা করা হয়েছে কলেজের পক্ষ থেকে। আজ ৮ এপ্রিল ওই কলেজের অধ্যক্ষ সুবিমল বাগ ও বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের শিক্ষক সুদীপ মণ্ডল। আজ থেকে শুরু হয়েছে চলবে ১৫ মে পর্যন্ত।
কলেজের অধ্যক্ষ সুবিমলবাবু বলেন, বীরসিংহ আইটিআই কলেজের পাশাপাশি যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তি বিজ্ঞান সম্পর্কে উদ্ধুদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস। এই প্রর্দশনীর মাধ্যমে ছাত্রছাত্রীরা এখন থেকেই প্রোজেক্ট মডেলগুলি থেকে জ্ঞান অর্জন করতে পারবে। প্রতিদিন একটি করে স্কুল ভিসিট করতে আসবে এখানে। স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের যদি কোনও প্রশ্ন জাগে এই মডেলগুলি দেখে, তাহলে আমাদের কলেজের যেসব ছাত্র মডেলগুলি তৈরি করেছে তারাই সেই প্রশ্নের উত্তর দেবে। তাছাড়াও প্রোজেক্ট গাইডের জন্য যে অধ্যাপক রয়েছেন তিনিও সাহায্য করবেন।
ওই কলেজের ইলেকট্রিসিয়ান ট্রেডের ইন্সট্রাক্টর সৌম্যব্রত রায় জানিয়েছেন, মূলত তাঁদের কলেজের ছাত্রছাত্রীরা যা যা বিষয় পড়েছে তার ওপর ভিত্তি করেই প্রোজেক্ট তৈরি করেছে। তার বাইরেও সাম্প্রতিক কিছু ঘটনার ওপরও মডেল বানিয়েছে। সেগুলিরই প্রর্দশনী করা হচ্ছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।