দাসপুরে ক্লাব ও কমিটির উদ্যোগে রক্তদান শিবির

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের করোনা পরিস্থিতিতে রক্তের সংকট ও মুমূর্ষ রোগীদের আপদকালীন সময়ে রক্তের তীব্র সংকট দেখা দেয়। সেই লক্ষ্যেই দাসপুর-২ ব্লকের সীতাপুরে আজ ১৯ অক্টোবর একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নবীন মানুয়া মিলন সংঘ ও মনসা পুজো কমিটির যৌথ উদ্যোগে রক্তদান শিবিরটি করা হয়।
পুজো কমিটির সভাপতি শীতলচন্দ্র খাঁড়া বলেন, মনসা পুজো উপলক্ষ্যে আজ আমরা একটি রক্তদান কর্মসূচি করেছিলাম। যেখানে ৩০জন রক্ত দিয়েছেন, যার ৫ জন মহিলাও ছিলেন। দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া,দাসপুর-২ পঞ্চায়েত সমিতি সভাপতি প্রতিমা দোলই,সহ-সভাপতি আশিস হুদাইত,দাসপুর-১ পঞ্চায়েত সমিতি সভাপতি সুনীল ভৌমিক, দাসপুরের প্রাক্তন বিধায়ক তথা কলোড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল অধিকারী সহ অনেকেই উপস্থিত ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানে। ঘাটাল ব্লাড ব্যাঙ্ক এসে শিবির থেকে রক্ত সংগ্রহ করে।

শ্রীকান্ত ভুঁইঞা: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/