করোণা মহামারীর কালে রক্তের সংকট মেটাতে সোনামুই ও চন্দ্রকোণায় রক্তদান শিবির

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:আজ ৯ ই জুন দাসপুরের সোনামুই উদীয়মান যুব সংঘে রাজনগর ইচ্ছেডানার সহযোগিতায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই করোনা আবহে জেলা ব্যাপী যে রক্তের প্রয়োজন, তার চাহিদা মেটাতেই এই  শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদানে এগিয়ে আসেন। শিবিরে রক্ত সংগ্রহ করেন খড়গপুর মহকুমা হাসপাতাল  ব্লাড ব্যাংক। একই সাথে পরিবেশকে উষ্ণায়ন থেকে  সবুজায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা।  এই কোভিড মহামারীতে  অক্লান্ত সেবা, চিকিৎসা,  সহযোগিতা  ও অসুখের সাথে লড়াই করবার মানসিক জোর বিগত প্রায় দেড়বছর যাবৎ অহরহ আমরা যাদের কাছ থেকে পেয়ে চলেছি , সেই ডাক্তারবাবুরা এবং নার্সরা হলেন প্রথম সারির যোদ্ধা। এই যুদ্ধে একইরকমভাবে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরের  আশাকর্মীদের অবদানও অনস্বীকার্য। তাঁদের অবদান,  পেশাদারিত্ব, এবং দায়িত্বশীলতার প্রতি সম্মান জ্ঞাপনের উদ্দেশ্য সোনামুই উদীয়মান যুব সংঘের পক্ষ থেকে গৌরা উপস্বাস্থ্য কেন্দ্রের নার্স সুদেষ্ণা ঘটক অধিকারী এবং সোনামুই গ্রামের দুজন দায়িত্ব প্রাপ্ত আশাকর্মী দীপা মণ্ডল ও দেবশ্রী মণ্ডল কে এই শিবিরে সম্বর্ধনা প্রদান করা হয়। ক্লাবের সদস্য অভিজিৎ মেট্যা জানান কোভিড পরিস্থিতিতে সবাই যখন একরকম আতঙ্কে গৃহবন্দী, তখন আমাদের এই গ্রামীণ এলাকায় আশাদিদিরা পাড়ায় পাড়ায় খোঁজখবর নিয়েছেন। তাঁরা তাঁদের কাজ একইরকমভাবে চালিয়ে গেছেন। অনেকরকম অসুবিধাকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের নার্স দিদিমণি গর্ভবতী মায়েদের, শিশুদের  টীকাকরণ চালিয়ে গেছেন। তাঁদের কে কুর্ণিশ জানাতেই আমাদের এই আয়োজন। একইসঙ্গে মানুষের মনন ও চিন্তার সমস্ত প্রতিবন্ধকতাকে মুক্ত করে,  আগামীদিনে আরো বেশি রক্তদানের মধ্যদিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টাই এই শিবিরের লক্ষ্য হয়ে রইলো। [•ভিডিও:https://youtu.be/E-MyFxZqIJM]
অন্যদিকে করোণা পরিস্থিতিএ ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে আজ  চন্দ্রকোনা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রকোনা নির্বাচনী কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৬০ জন্য রক্তদাতা রক্তদান করবেন, এই দিন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সাঁতরা বলেন করোণা আবহের মাঝে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি আগামী দিনে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া সহ শহরের বিশিষ্ট মানুষ জন।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

শ্রীকান্ত ভুঁইঞা: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/