রক্তদান শিবিরে রক্ত দাতাদের চারা গাছ বিতরণ,একই সাথে সফল দুই ধরনের সমাজ সেবা

মনসারাম কর: আজ ১০ জুলাই ঘাটাল ব্লকের নবগ্রামে ‘আমরা কজন’-এর উদ্যোগে  রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির কার্যত উৎসবের মেজাজ ধারণ করে। শিবিরে  উপস্থিত রক্তদাতাদের প্রত্যেককে দুটি করে চারা গাছ উপহার দেন উদ্যোক্তারা। সাথে একটি হাত ব্যাগ। এই রক্তদান শিবির উপলক্ষে ঘাটাল মহাকুমা ব্লাড স্বেচ্ছা রক্তদাতা সমিতির  সম্পাদক অসীম দাস বলেন, বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যথেষ্ট ঘাটতি রয়েছে। ঘাটতির সময় এই ধরনের শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ।
এই শিবিরে  ১৬ জন মহিলা সহ মোট ১০১ জন রক্ত দান করেন। উদ্যোক্তাদের মধ্য থেকে শিক্ষক বরুণকুমার চৌধুরী বলেন,  অত্যন্ত পরিশ্রম করে গ্রামবাসী এবং বিশিষ্ট মানুষজনদের সহযোগিতায় এই ক্যাম্প আমরা করি। এটি আমাদের ২১ তম বর্ষ। এই বছর আমরা প্রত্যেক রক্তদাতাকে পরিবেশ বাঁচাতে দুটি করে চারা গাছ উপহার দিচ্ছি এবং একই সাথে মানুষের স্বার্থে ও সমাজের স্বার্থে দুটি কাজ সফল করছি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad