ফুটবলপ্রেমী দিবসে সোনাখালি মৈত্রী সংঘের রক্ত দান শিবির

সঙ্গীতা ঘোড়ই:ফুটবলপ্রেমী দিবস উপলক্ষে সোনাখালি মৈত্রী সংঘের আজ ১৬ আগস্ট রক্তদান শিবিরের আয়োজন করা হল। শিবিরে ৬৭ জন মহিলা সহ  মোট ২০০ জন রক্ত দান করেন।  মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করেছে।  শিবিরে এই করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই শিবির সম্পন্ন হয়েছে। প্রত্যেক রক্তদাতাকে একটি করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং চারাগাছ দেওয়া হয়েছে বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।  শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও  অনির্বাণ সাহু সহ এলাকার সমাজকর্মীরা।
মৈত্রী সংঘের সম্পাদক স্বপন মণ্ডল বলেন,  এলাকার সমাজ সচেতন মানুষদের সহযোগিতায় ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে সোনাখালী মৈত্রী সংঘ বিগত ২৫ বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। বর্তমানে যেভাবে সারা রাজ্য জুড়ে রক্তের সঙ্কট দেখা দিয়েছে, সেই অভাব পূরণ হবে বলে আমরা আশা করছি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।