এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির করলেন দাসপুরের বাসিন্দা

Published on: November 12, 2020 । 8:19 PM

নিজস্ব সংবাদদাতা: ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির করলেন দাসপুরের এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম তাপস ভুক্তা। বাড়ি দাসপুরের উত্তর গোবিন্দনগরে। আজ ১২ নভেম্বর নিজেদের বাসভবনে ওই শিবিরটি হয়। পেশায় ওষুধ দোকানের কর্ণধার তাপসবাবু বলেন, ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট কাটাতে আমরা যদি নিজেরাই এইভাবে উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করি তবে রক্তের অভাবে কোনও মুমূর্ষু রোগী অকালে প্রাণ হারাবে না। উল্লেখ্য, আজকের এই রক্তদান শিবিরে ৪জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেন। তাপসবাবু ও তাঁর স্ত্রীও রক্তদান করেন শিবিরে। তাপসবাবুর এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177