এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত

Published on: September 17, 2020 । 7:07 PM

রক্তের চাহিদা মেটাতে আবারও এগিয়ে এল গ্রাম পঞ্চায়েত। জেলার দাসপুর ১ ব্লক এলাকার পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বৃহস্পতিবার হল স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রাম পঞ্চায়েতের এই উদ্যাগে পাশে দাসপুর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুকুমার জানা জানান,করোনা পরিস্থিতে রক্তের চাহিদা মেটাতেই তাঁদের এই উদ্যোগ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭