সাঁকো বেহাল, ঝুঁকি নিয়েই পারাপার চন্দ্রকোণায়

নিজস্ব সংবাদদাতা: জলের তোড়ে ভেঙে গিয়েছে এলাকার কাঠের সেতুর একাংশ তা এখনও সারাই না হওয়ায় একটি মাত্র নৌকায় চলছে ঝুঁকি নিয়ে নদী পারাপার। ফলে এভাবেই পারাপার হতে হচ্ছে   চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-১   পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায়।   ওই এলাকায় কেঠিয়া নদী পারাপারে রয়েছে একটি মাত্র নৌকা তাতে গাদাগাদি করে চেপে একাধিক মানুষ, রয়েছে দূর্ঘটনার আশঙ্কা। স্থানীয় পঞ্চায়েতের তরফে ভাঙা পোল সারাইয়ের কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে কিন্তু কবে তা শেষ হবে বা আদৌ  ওই পোল সারিয়ে যাতায়াত স্বাভাবিক হবে কিনা ধন্দে এলাকাবাসী।  সেতুটি ভাঙা অবস্থায় থাকায় এক দিকে কৃষ্ণপুর অপরদিকে ধরমপোতা,চৈতন্যপুর সহ ৩০ টি গ্রামের মানুষের যাতায়াত কেঠিয়া নদীর উপর এভাবেই ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য বদর আলি খাঁন সমস্যার কথা স্বীকার করে বলেন, দিন পনেরো আগে প্রবল নদীর জলের তোড়ে পোলের একাংশ ভেঙে গেলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে পোলের উপর দিয়ে।নদীর জল না কমায় এতোদিন সারাইয়ের কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। ৪ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়েছে।এই পোলের উপর বহু গ্রামের চাপ,একটা কংক্রিট ব্রীজ হলে ভালো হয়।সেবিষয়ে আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদনও রেখেছি বেশকয়েকবার।আপাতত যাতায়াতের জন্য গ্রামের তরফে একটি নৌকা ব্যবস্থা করে যাতায়াত চলছে।পোলের ভাঙা অংশটিও দ্রুত সারাইয়ের কাজ শুরু হয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad