গ্রামবাসীদের প্রচেষ্টায় চন্দ্রকোণায় স্থলপথে নৌকার যাত্রা

নিজস্ব সংবাদদাতা:নৌকা জলেই চলে। কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে আজ ১২ আগস্ট চন্দ্রকোণা থানার ঘোষক্ষীরাতে নদীর জল ছেড়ে স্থলপথেই বেশ কিছুটা পথ যেতে হয়েছে একটি নৌকাকে। কারণ একটি সাঁকো। এই নৌকাটি জলপথেই জোৎকানুরামগড় থেকে আসছিল। ঘোষক্ষীরাতে এই সাঁকোটির ঘন খুঁটি থাকার জন্য তা গলে পার হতে পাচ্ছিল না নৌকাটি। গ্রামবাসীদের প্রচেষ্টায় নৌকাটি জল থেকে উঠে কিছুটা পথ ডাঙা দিয়ে পার হয়ে আবার জলে নামে। আর এই দৃশ্য দেখতে এলাকার কৌতূহলি মানুষের ভিড় জমে ওঠে। কারণ নৌকায় চড়ে নদী বা বন্যার জল পারাপারের ছবি ঘাটালে পরিচিত কিন্তু সেই নৌকা যখন আটকে পড়ে আর গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই নৌকা ডাঙায় তুলে পার করে তা অনেকেরই কাছে বিরল ছবি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।