ঘাটালে ‘বোন অ্যান্ড জয়েন্ট ডে’ উপলক্ষ্যে রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্যানিটাইজার প্রদান করা হল

রবীন্দ্র কর্মকার: রোগীদের বিনামূল্যে ওষুধ ও স্যানিটাইজার প্রদান করে জাতীয় বোন অ্যান্ড জয়েন্ট দিবস পালিত হল ঘাটালে। আজ ৪ আগস্ট  প্রখ্যাত অস্থি রোগ চিকিৎসক ডাঃ অর্ণব কর্মকার তাঁর ঘাটালের চেম্বারে আগত প্রত্যেক রোগীদের একটি করে স্যানিটাইজারের বোতল এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করেন। অর্ণববাবু বলেন, ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে  ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত  সপ্তাহব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় হাড় ও তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রতি বছরই এই বিশেষ দিনটিতে অ্যাসোসিয়েশেনর উদ্যোগে হাড়ের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের নিয়ে নানান আলোচনা ও অনুষ্ঠান হয়।  এবছরও তার ব্যতিক্রম নয়। এনিয়ে  চলতি সপ্তাহেই  বিভিন্ন  ডাক্তারবাবুদের নিয়ে  একটি ভার্চুয়াল আলোচনা সভা করা হবে বলে জানান অর্ণববাবু।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!