শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবিবার রাতে দাসপুর থানার মহিষঘাটায় কনেযাত্রী হিসেবে গিয়েছিলেন এক মহিলা। বেশ সেজেগুজেই গিয়েছিলেন। সেই সুযোগে বরপক্ষের বছর আটেকের এক বালকের হাত থেকে ১০ গ্রামেরও বেশি ওজনের সোনার একটি ব্রেসলেট চুরির অভিযোগ উঠল ওই কনেযাত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই কনেযাত্রীকে থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ জানিয়েছে, মহিলার বাপের বাড়ি খেপুতে। তিনি সম্পর্কিত ভাইঝির বিয়েতে হাওড়ার আমতা থেকে এসেছিলেন।









