এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঝুমি নদীর জলের তোড়ে ভেঙে গেলে মনশুকার দুটি সাঁকো

Published on: June 18, 2021 । 12:53 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: প্রবল স্রোতে ভাঙল দুটি সাঁকো। ঝুমি নদীতে গত কাল থেকেই হুহু করে জল বাড়ছে। সেই সঙ্গে রয়েছে প্রবল স্রোত। স্রোতের সঙ্গে ভেসে আসছে রাশি রাশি পানার স্তূপ। মনশুকায় লোহার বিম দিয়ে তৈরি পাশাপাশি দুটি সাঁকোকে ভেঙে নিয়ে চলে গেল ঝুমির সর্বগ্রাসী স্রোত। আজ ১৮ জুন বেলা ১০ নাগাদ মনশুকা স্কুল সংলগ্ন সাঁকোটি প্রথমে ভাঙে। তার কিছুক্ষণের মধেই ঝুমি নদীর জলের তোড়ে বেরার ঘাটের সাঁকোটিও ভেঙে যায়। ফলে মনশুকা গ্রামপঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম কার্যত ঘাটাল মহকুমার মূল অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুমি নদীতে প্রবল স্রোত থাকার জন্য কোনও নৌকাও চালানো না যাওয়ার ফলে দুর্ভোগ বাড়ছে বিচ্ছন্ন হয়ে যাওয়া গ্রামগুলির বাসিন্দাদের। ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তারা এলাকায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স পাঠানোর ব্যবস্থা করছে। ব্যবস্থা করছে নৌকারও। •ভিডিও:https://youtu.be/7CeSJ0lqfAY

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015