বৃহন্নলাদের উদ্যোগে দাসপুরে অর্থ-বস্ত্র দান

নিজস্ব সংবাদদাতা: বৃহন্নলা! মহাকাব্যে উপেক্ষিত তো নয়ই। উল্টে সসম্মানে প্রতিষ্ঠিত। তৃতীয় পাণ্ডব অর্জুন নারীর ছদ্মবেশে বৃহন্নলাবেশে বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্যগীতের শিক্ষক রূপে নিযুক্ত হলেন। সেই থেকেই না পুরুষ না নারী, অথবা একই দেহে নারী ও পুরুষ, ক্লীবলিঙ্গের মানুষকে বৃহন্নলা বলা হয়। এক্ষেত্রে লক্ষণীয়, সেকালে তাদের পেশাও ছিল ওই নৃত্যগীত সম্পৃক্ত। চলতি কথায় ‘হিঁজড়া। এখনও অনেকে বৃহন্নলা নামটি শুনলে মুখ ফিরিয়ে নেন। দাসপুরের সেই বৃহন্নলারাই রমজান উপলক্ষ্যে দুঃস্থদের পোশাক বিতরণ করলেন। আজ ২৭ এপ্রিল দাসপুর বকুলতলায় প্রায়৫০০ মহিলাকে শাড়ি ও টাকা প্রদান করল পূজা বৃহন্নলা সমিতি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।